ভারতের পুনেতে স্কলারশিপ সহ পড়ালেখার সুযোগ

ভারতের পুনেতে স্কলারশিপ সহ পড়ালেখার সুযোগ

ভারতের পুনেতে স্কলারশিপ সহ বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ দিচ্ছে এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি। ১৯৮৩ সালে মহারাষ্ট্র রাজ্যের শিক্ষার হাব, পুনে শহরে এমআইটি পুনে বা মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তিতে তা এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি নামকরণ লাভ করে। উল্লেখ্য যে, এমআইটি পুনে মহারাষ্ট্র রাজ্যের প্রথম বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং উপভোগ্য আবহাওয়ার জন্য পুনে ভারতের অন্যতম সেরা বসবাসযোগ্য শহর। কেউ কেউ এই শহরকে বলেন প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রিত শহর। যাই হোক, এমআইটি পুনেতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫০% স্কলারশিপ সুবিধা। অসামান্য মেধাবীদের জন্য কিছু কিছু কোর্সে ১০০% পর্যন্ত টিউশন ফি ওয়েভারের সুযোগ রয়েছে। স্কলারশিপ পেলে ৪ বছরের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করতে আনুমানিক খরচ হতে পারে ৭ লাখ ৫০ হাজার রুপি। ব্যাচেলর এবং মাস্টার্স মিলে মোট ১২০ টির অধিক কোর্সে স্কলারশিপ সহ পড়ালেখা করার সুযোগ রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক এই ইউনিভার্সিটিতে কোন কোর্সগুলোতে ভর্তির জন্য আবেদন করা যায় - 

ইঞ্জিনিয়ারিং (ব্যাচেলর)

বি টেক - কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
বি টেক (সিএসই) - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স
বি টেক (সিএসই) - কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম
বি টেক (সিএসই) - সাইবার সিকিউরিটি এন্ড ফরেনসিক
বি টেক ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
বি টেক (ইসিই) - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং
বি টেক ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
বি টেক সিভিল ইঞ্জিনিয়ারিং
বি টেক সিভিল ইঞ্জিনিয়ারিং (স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনস্ট্রাকশন)
বি টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
বি টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (রোবোটিক্স এবং অটোমেশন)
বি টেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
বি টেক বায়োইঞ্জিনিয়ারিং
বি টেক পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং
বি টেক ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

ইঞ্জিনিয়ারিং (মাস্টার্স)
এম টেক (সিএসই) - সাইবার সিকিউরিটি
এম টেক (সিএসই) - ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স
এম টেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
এম টেক কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট
এম টেক টানেল ইঞ্জিনিয়ারিং
এম টেক এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
এম টেক থার্মাল ইঞ্জিনিয়ারিং
এম টেক ডিজাইন ইঞ্জিনিয়ারিং
এম টেক  (CAD/CAM/CAE)
এম টেক VLSI এবং এমবেডেড সিস্টেম
এম টেক ই-মোবিলিটি
এম টেক পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং
এম টেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 

বি এসসি 
বি এসসি কম্পিউটার সায়েন্স
বি এসসি ডেটা সায়েন্স এন্ড বিগ ডেটা অ্যানালিটিক্স
বি এসসি ইকোনমিক্স
বি এসসি বিজনেস ইকোনমিক্স
বি এসসি কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিসটিক্স
বি এসসি কেমিস্ট্রি (ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)
বি এসসি অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স এন্ড ডাটা এনালিটিক্স
বি এসসি ফিজিক্স (কম্পিউটেশনাল ফিজিক্স) 

এম এসসি
এম এসসি কম্পিউটার সায়েন্স
এম এসসি ডেটা সায়েন্স এন্ড বিগ ডেটা অ্যানালিটিক্স
এম এসসি ব্লকচেইন টেকনোলজি
এম এসসি ইকোনোমিক্স
এম এসসি ক্লিনিক্যাল সাইকোলজি
এম এসসি এনভায়রনমেন্টাল সায়েন্স
এম এসসি ফিজিক্স (ফটোনিক্স)
এম এসসি ম্যাথমেটিক্স
এম এসসি স্ট্যাটিসটিক্স
এম এসসি বায়োটেকনোলজি
এম এসসি কেমিস্ট্রি (ইন্ডাস্ট্রিয়াল পলিমার কেমিস্ট্রি)
এম এসসি মাইক্রোবায়োলজি
এম এসসি ইন্টিগ্রেটেড বায়োটেকনোলজি
এম এসসি ইয়োগা এন্ড মেডিটেশন

বিবিএ
বিবিএ - জেনারেল
বিবিএ - ডুয়েল স্পেশালাইজেশন
বিবিএ - ইন্টারন্যাশনাল বিজনেস
বিবিএ - ডিজিটাল মার্কেটিং
বিবিএ - গ্লোবাল মার্কেটিং এবং ইভেন্ট ম্যানেজমেন্ট
বিবিএ - গ্লোবাল ই-বিজনেস
বিবিএ - ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স
বিবিএ - এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট
বিবিএ - বিজনেস অ্যানালিটিক্স
বিবিএ - গ্লোবাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট
বিবিএ - ব্র্যান্ডিং এবং এডভার্টাইজিং
বিবিএ - হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
বিবিএ - হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন

এমবিএ 
এমবিএ - জেনারেল
এমবিএ - ডুয়েল স্পেশালাইজেশন
এমবিএ - মার্কেটিং 
এমবিএ - ফিন্যান্স
এমবিএ - হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
এমবিএ - অপারেশন এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
এমবিএ - ইন্টারন্যাশনাল বিজনেস
এমবিএ - ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসেস
এমবিএ - ডিজিটাল মার্কেটিং
এমবিএ - বিজনেস অ্যানালিটিক্স
এমবিএ - এগ্রো বিজনেস ম্যানেজমেন্ট

বি কম
বি কম - জেনারেল
বি কম - ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স
বি কম - অ্যাডভান্সড অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং

এম কম 
এম কম
এমকম - CIMA

বিএ
বিএ - ইংলিশ
বিএ - সাইকোলজি
বিএ - পলিটিকাল সাইন্স
বিএ - লিবারেল আর্টস
বিএ - গভর্নমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন
বিএ - মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন
বিএ - ফিল্ম মেকিং
বিএ - ফটোগ্রাফি
বিএফএ - অ্যাপ্লায়েড আর্টস

এম এ
এম এ - পলিটিকাল লিডারশিপ এন্ড গভর্নমেন্ট
এম এ - ইংলিশ
এম এ - সাইকোলজি
এমএফএ - অ্যাপ্লাইড আর্টস 
এমএ - মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন

ফার্মাসি
বি ফার্ম - ব্যাচেলর অফ ফার্মেসি
এমফার্ম - ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি
এমফার্ম - ফার্মাসিউটিকস
এমফার্ম - ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স
এমফার্ম - ফার্মাকোলজি
এমফার্ম - ফার্মাকগনোসি
এমফার্ম - ফার্মাসিউটিক্যাল এনালাইসিস
ফার্ম ডি - ডক্টর অফ ফার্মেসি 
পিজি ডিপ্লোমা- রেগুলেটরি অ্যাফেয়ার্স

পাবলিক হেলথ
এমপিএইচ - মাস্টার অফ পাবলিক হেলথ 

ডিজাইন
বি ডেস - প্রোডাক্ট ডিজাইন
বি ডেস -  ইউসার এক্সপেরিয়েন্স ডিজাইন
বি ডেস -  ভিজ্যুয়াল কমিউনিকেশন ডিজাইন
বি ডেস -  ফ্যাশন এন্ড এপারেল ডিজাইন
ব্যাচেলর অফ ইন্টেরিয়র ডিজাইন
এম ডেস -  প্রোডাক্ট ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ

ল 
ল - ব্যাচেলর অফ ল (৩ বছর প্রাজুয়েট এন্ট্রি)
বিবিএ - এলএলবি (অনার্স)
বিএ - এলএলবি (অনার্স)
এলএলএম - মাস্টার অফ ল

এডুকেশন
বিএড - ব্যাচেলর অফ এডুকেশন
এমএড - মাস্টার অফ এডুকেশন

কম্পিউটার অ্যাপ্লিকেশন
বিসিএ - ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন
এমসিএ - মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন 

ডিপ্লোমা 
ডিপ্লোমা ইন ফোটোগ্রাফি

খরচের বিবরণ
এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০% এবং কিছু ক্ষেত্রে ১০০% পর্যন্ত স্কলারশিপ রয়েছে। খরচের বিস্তারিত বিবরণ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন -  

আবেদনের শর্ত
ব্যাচেলর কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ হতে হবে। এখানে প্রতিটি চূড়ান্ত পরীক্ষায় সর্বনিম্ন ৬০ শতাংশ নম্বর পেতে হবে। জিপিএ (গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) পদ্ধতিতে প্রোগ্রাম অনুসারে ন্যূনতম গ্রেডের প্রয়োজনীয়তা ভিন্ন হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে জিপিএ ৩ চাওয়া হয়ে থাকে।

মাস্টার্স কোর্সে ভর্তির জন্য ৩ থেকে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে, যেখানে কোনো পরীক্ষায় কমপক্ষে ৫০% মার্কস থাকতে হবে।

আবেদন করতে যে সব ডকুমেন্টস লাগে
ব্যাচেলর কোর্সে ভর্তির জন্য এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মার্কশিট, এইচএসসি (উচ্চ মাধ্যমিক) বা সমমানের পরীক্ষার মার্কশিট, পাসপোর্ট, জন্ম সনদ বা জাতিয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগে। 

মাস্টার্স কোর্সে ভর্তির জন্য এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মার্কশিট, এইচএসসি (উচ্চ মাধ্যমিক) বা সমমানের পরীক্ষার মার্কশিট, ব্যাচেলর ডিগ্রীর মার্কশিট ও সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম সনদ বা জাতিয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগে। 

কখন ভর্তির জন্য আবেদন করতে হয়
প্রতি বছর জুন অথবা জুলাই মাসে ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হওয়ার ৬ থেকে ৭ মাস আগে আবেদন করলে যে সাবজেক্টে পড়ালেখা করতে ইচ্ছুক তা পাওয়ার সম্ভাবনা থাকে। 

কিভাবে আবেদন করতে হয় 
ভর্তির আবেদন করার জন্য, এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটির বাংলাদেশে প্রতিনিধি অফিস রয়েছে। সব তথ্য ভালোভাবে পড়ে এবং জেনে ভর্তির জন্য আবেদন করতে চুড়ান্তভাবে আগ্রহী শিক্ষার্থীগন এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি অফিসে যোগাযোগ করে আবেদন করতে পারবে। 

ভর্তির জন্য বাংলাদেশে যোগাযোগের ঠিকানা 

জিইই বাংলাদেশ 
২৩৮/১ আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, মালিবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।

+88 01326239779 (ফারজানা ববি ঊষা)
+88 01721733716 (অমিত কুমার)
+88 01719497530  মোঃ আব্দুল বাসিত

ভিসার জন্য আবেদন 
ভর্তি নিশ্চিত হওয়ার পরে শিক্ষার্থীরা ভিসা আবেদন করার জন্য একটি কনফার্ম এডমিশন লেটার পাবে। এই লেটার হাতে পাওয়ার পরে ভিসার জন্য আবেদন করতে হবে। নানাবিধ কারণে এখন বাংলাদেশ থেকে ভারতের স্টাডি ভিসা পেতে অনেক সময় লাগে। তাই, পর্যপ্ত সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করা উত্তম।  

এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে স্টাডি ভিসার জন্য আবেদন করতে নিম্নলিখিত ডকুমেন্টসগুলো দরকার হতে পারে - 

সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ২-ইঞ্চি X ২-ইঞ্চি রঙিন ছবি (চশমা ছাড়া এবং কান যেন দেখা যায়)
ফাইনাল এডমিশন লেটার
পাসপোর্টের ফটো কপি + মুল পাসপোর্ট এবং আজ পর্যন্ত যত পাসপোর্ট আছে সবগুলোর মুল কপি
জন্ম সনদ / জাতীয় পরিচয়পত্র (অফসেট এবং A4 ফটোকপি)
বর্তমান ঠিকানার প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল বা যেকোনো ইউটিলিটি বিল (অফসেট এবং A4 ফটোকপি)
ফাইনান্সারের ব্যাংক সার্টিফিকেট (অরজিনাল)
ফাইনান্সারের ব্যাংক স্টেটমেন্ট (অরজিনাল)
সব একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট (অফসেট এবং A4 ফটোকপি)
ভিসা ফি
আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পিতামাতার কাছ থেকে একটি অনাপত্তি পত্র / নো অবজেকশান লেটার।

উল্লেখ্য, ভর্তি হওয়ার পরে এবং ক্লাস শুরু হওয়ার কমপক্ষে দুই দিন আগে এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার সময় অবশ্যই সব অরজিনাল কাগজপত্র দেখাতে হবে। এটা শিক্ষার্থীরা নীজ দায়িত্বে করতে হবে। জেনে রাখা ভালো, স্টাডি ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার ১৪ দিনের মধ্যে অবশ্যই এফআরআরও রেজিস্ট্রেশন করতে হবে। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। 

এই রিপোর্ট প্রকাশের তারিখ পর্যন্ত বর্ণিত তথ্য সঠিক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো তথ্য পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধনের অধিকার রাখে। বিশ্ববিদ্যালয় কর্তৃক যে কোনো তথ্য পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধন শিক্ষার্থীদের মেনে চলতে হবে। এজন্য প্রতিনিধিকে কোনোভাবেই দোষারোপ করা যাবেনা।

প্রকাশের তারিখ: ১৩ অক্টোবর ২০২৪
প্রকাশের সময়: ৭:১১ পি এম