এসআরএম ইউনিভার্সিটিতে জানুয়ারি ২৫ ইনটেকে ভর্তি ও পড়ালেখার সুযোগ

এসআরএম ইউনিভার্সিটিতে জানুয়ারি ২৫ ইনটেকে ভর্তি ও পড়ালেখার সুযোগ

ভারতের তামিলনাডু রাজ্যের রাজধানী চেন্নাই শহর সংলগ্ন এসআরএম ইউনিভার্সিটিতে জানুয়ারি ২৫ ইনটেকে ইঞ্জিনিয়ারিং কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি এবং পড়ালেখার সুযোগ রয়েছে। এই ইনটেকে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং (ব্যাচেলর) কোর্সে সুযোগ থাকবে। 

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটিটির ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ডিপার্টমেন্ট কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট রেংকিং অনুসারে বিশ্বের ৩৬৮-তম অবস্থানে রয়েছে। যার মধ্যে ম্যাটেরিয়ালস সাইন্স, মেকানিকাল, কেমিকাল, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স ইত্যাদি ডিপার্টমেন্টগুলো ৩০১ থেকে ৩৫০ ক্যাপ এর মধ্যে রয়েছে।

ভারতের এনআইআরএফ রেংকিং ২০২৪ অনুসারে, বিশ্ববিদ্যালয় কেটাগরিতে এসআরএম ইউনিভার্সিটি ১২-তম, ইঞ্জিনিয়ারিং ১৩-তম, ফার্মাসিতে ১১-তম, এবং ওভারঅল ২১-তম বিশ্ববিদ্যালয়। 

এসআরএম ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ প্রদান করে। বিশেষ স্কলারশিপ পেলে কম্পিউটার সাইন্স এবং স্পেসালাইজেশন সহ যে কোনো কোর্সে পড়ালেখা করতে ৪ বছরে এপ্লিকেশন, এক্সাম, টিউশন, হোস্টেল এবং খাওয়া সহ আনুমানিক মোট খরচ হবে ১৬ লাখ ২৮ হাজার ৭৩৬ রুপি। অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪ বছরে আনুমানিক খরচ হবে ১৫ লাখ ৪৮ হাজার ৭৩৬ রুপি। 

বিটেক কম্পিউটার সাইন্স সংশ্লিষ্ঠ যে সকল কোর্সে আবেদন করা যাবে 

  • বিটেক কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
  • বিটেক (সিএসই) ইন ডাটা সাইন্স
  • বিটেক (সিএসই) ইন বিগ ডাটা এনালিটিক্স
  • বিটেক (সিএসই) ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং
  • বিটেক (সিএসই) ইন ব্লকচেইন টেকনোলোজি
  • বিটেক (সিএসই) ইন ক্লাউড কম্পিউটিং 
  • বিটেক (সিএসই) ইন কম্পিউটার নেটওয়ার্কিং
  • বিটেক (সিএসই) ইন সাইবার সিকিউরিটি
  • বিটেক (সিএসই) ইন গেমিং টেকনোলজি 
  • বিটেক (সিএসই) ইন ইন্টারনেট অফ থিংস
  • বিটেক (সিএসই) ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
  • বিটেক (সিএসই) ইন ইনফরমেশন টেকনোলজি 
  • বিটেক কম্পিউটার সাইন্স এন্ড বিসনেস সিস্টেমস (উইথ টিসিএস)

কম্পিউটার সাইন্স রিলেটেড কোর্সে খরচ
হাত খরচ বাদে উপরে উল্লেখিত যে কোনো কোর্সে পড়ালেখা করতে টিউশন, হোস্টেল ইত্যাদি সহ ৪ বছরে 
আনুমানিক মোট খরচ হবে ১৬ লাখ ২৮ হাজার ৭৩৬ রুপি। 

যার মধ্যে ১ম বছর পে করতে হবে ৪ লাখ ২৮ হাজার ১০৯ রুপি। ২য় বছর পে করতে হবে ৪ লাখ ২০৯ রুপি, ৩য় বছর পে করতে হবে ৪ লাখ ২০৯ রুপি এবং ৪র্থ বছর পে করতে হবে ৪ লাখ ২০৯ রুপি। 

অন্যান্য যে সকল ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদন করা যাবে

  • বিটেক এরোস্পেস ইঞ্জিনিয়ারিং
  • বিটেক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 
  • বিটেক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উইথ অটোমোটিভ ইলেকট্রনিক্স
  • বিটেক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উইথ ভেহিকল টেস্টিং
  • বিটেক মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
  • বিটেক মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  • বিটেক মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উইথ রোবোটিক্স 
  • বিটেক অটোমেশন এন্ড রোবোটিক্স
  • বিটেক ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  • বিটেক ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • বিটেক ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • বিটেক (ইসিই) উইথ সাইবার-ফিসিকাল সিস্টেমস
  • বিটেক (ইসিই) উইথ ডাটা সাইন্স
  • বিটেক ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং
  • বিটেক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • বিটেক বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং
  • বিটেক বায়োটেকনোলজি উইথ জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  • বিটেক বায়োটেকনোলজি উইথ রিজেনারেটিভ মেডিসিন
  • বিটেক কেমিকাল ইঞ্জিনিয়ারিং
  • বিটেক কেমিকাল ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটেশনাল প্রসেস ইঞ্জিনিয়ারিং
  • বিটেক ন্যানোটেকনোলজি
  • বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং
  • বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশনস
  • বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্সে খরচ
হাত খরচ বাদে উপরে উল্লেখিত যে কোনো কোর্সে পড়ালেখা করতে টিউশন, হোস্টেল ইত্যাদি সহ ৪ বছরে আনুমানিক মোট খরচ হবে ১৫ লাখ ৪৮ হাজার ৭৩৬ রুপি। 

যার মধ্যে ১ম বছর পে করতে হবে ৪ লাখ ০৮ হাজার ১০৯ রুপি। ২য় বছর পে করতে হবে ৩ লাখ ৮০ হাজার ২০৯ রুপি, ৩য় বছর পে করতে হবে ৩ লাখ ৮০ হাজার ২০৯ রুপি এবং ৪র্থ বছর পে করতে হবে ৩ লাখ ৮০ হাজার ২০৯ রুপি। 

কিভাবে আবেদন করতে হবে
বিশেষ স্কলারশিপের জন্য আবেদন করতে হলে, অবশ্যই এসআরএম ইউনিভার্সিটির বৈধ প্রতিনিধি জিইই বাংলাদেশ অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। এসআরএম ইউনিভার্সিটিতে সরাসরি আবেদন করলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে উল্লেখিত টিউশন ফির ৫০% স্কলারশিপ পাওয়া যাবে যা এই বিশেষ স্কলারশিপের মাধ্যমে প্রাপ্য খরচের প্রায় দেড় গুন বেশি হতে পারে।

কখন আবেদন করতে হবে
জানুয়ারি ২৫ ইনটেকে ভর্তির জন্য আবেদন করতে হলে, অবশ্যই ৩১ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। কেননা, বাংলাদেশ থেকে স্টাডি ভিসা পেতে ৫ অগাস্ট ২০২৪ পরবর্তি সময়ে দীর্ঘ সময় লাগে।

আবেদন করতে যে সব ডকুমেন্টস লাগে
আন্ডারগ্রাজুয়েশনে ভর্তির জন্য এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মার্কশিট, এইচএসসি (উচ্চ মাধ্যমিক) বা সমমানের পরীক্ষার মার্কশিট, পাসপোর্ট, জন্ম সনদ বা জাতিয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগে। আবেদন করে সিট বুক করার সময় পাসপোর্ট না থাকলে জাতিয় পরিচয়পত্র বা জন্ম সনদ দিয়েও আবেদন করে সিট বুক করা যায়। যারা এইচএসসি (উচ্চ মাধ্যমিক) বা সমমানের পরীক্ষায় অংশগ্রহন করেছে তারাও আবেদন করতে পারবে। 

ভর্তির জন্য বাংলাদেশে যোগাযোগের ঠিকানা 
জিইই বাংলাদেশ 
২৩৮/১ আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, মালিবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।

মি.অমিত কুমার 
+88 01721733716
+88 01839959876
+880 1712571098

ভিসার জন্য আবেদন 
ভর্তি নিশ্চিত হওয়ার পরে শিক্ষার্থীরা ভিসা আবেদন করার জন্য একটি কনফার্ম এডমিশন লেটার পাবে। এই লেটার হাতে পাওয়ার পরে ভিসার জন্য আবেদন করতে হবে। নানাবিধ কারণে এখন বাংলাদেশ থেকে ভারতের স্টাডি ভিসা পেতে অনেক সময় লাগে। তাই অন্তত দুই মাস হাতে রেখে ভিসার জন্য আবেদন করা উত্তম।  

এসআরএম ইউনিভার্সিটিতে স্টাডি ভিসার জন্য আবেদন করতে নিম্নলিখিত ডকুমেন্টসগুলো দরকার হবে - 

  • সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ২-ইঞ্চি X ২-ইঞ্চি রঙিন ছবি (চশমা ছাড়া এবং কান যেন দেখা যায়)
  • ফাইনাল এডমিশন লেটার
  • পাসপোর্টের ফটো কপি + মুল পাসপোর্ট এবং আজ পর্যন্ত যত পাসপোর্ট আছে সবগুলোর মুল কপি
  • জন্ম সনদ / জাতীয় পরিচয়পত্র (অফসেট এবং A4 ফটোকপি)
  • বর্তমান ঠিকানার প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল বা যেকোনো ইউটিলিটি বিল (অফসেট এবং A4 ফটোকপি)
  • ফাইনান্সারের ব্যাংক সার্টিফিকেট (অরজিনাল)
  • ফাইনান্সারের ব্যাংক স্টেটমেন্ট (অরজিনাল)
  • সব একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট (অফসেট এবং A4 ফটোকপি)
  • ভিসা ফি
  • আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পিতামাতার কাছ থেকে একটি অনাপত্তি পত্র / নো অবজেকশান লেটার।

উল্লেখ্য, ভর্তি হওয়ার পরে এবং ক্লাস শুরু হওয়ার কমপক্ষে দুই দিন আগে ইউনিভার্সিটিতে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। এটা শিক্ষার্থীরা নীজ দায়িত্বে করতে হবে। জেনে রাখা ভালো, স্টাডি ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার ১৪ দিনের মধ্যে অবশ্যই এফআরআরও রেজিস্ট্রেশন করতে হবে। এই ব্যাপারে ইউনিভার্সিটি থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। 

ডিসক্লেইমার
এই রিপোর্ট প্রকাশের তারিখ পর্যন্ত বর্ণিত তথ্য সঠিক। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো তথ্য পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধনের অধিকার রাখে। ইউনিভার্সিটি কর্তৃক যে কোনো তথ্য পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধন শিক্ষার্থীদের মেনে চলতে হবে। এজন্য প্রতিনিধীকে কোনোভাবেই দোষারোপ করা যাবেনা।

প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ইং 
প্রকাশের সময়: ৮:৫৭ পি এম