চেন্নাই ইনস্টিটিউট অফ টেকনোলজি দিচ্ছে বিশেষ স্কলারশিপ

চেন্নাই ইনস্টিটিউট অফ টেকনোলজি দিচ্ছে বিশেষ স্কলারশিপ

চার বছরে থাকা, খাওয়ার খরচ সহ মাত্র ৯ লাখ রুপি খরচে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ালেখার জন্য ভারতের চেন্নাই ইনস্টিটিউট অফ টেকনোলজি দিচ্ছে বিশেষ স্কলারশিপ। সরকারি আন্না ইউনিভার্সিটির অধিভুক্ত চেন্নাই ইনস্টিটিউট অফ টেকনোলজি একটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ালেখার সুযোগ রয়েছে। উল্লেখ্য, কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেংকিংয়ে আন্না ইউনিভার্সিটির বর্তমান অবস্থান ৩৮৩-তম। 

সাবেক মাদ্রাজ এবং বর্তমান চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কলেজের দুরত্ব মাত্র ১৯ কিলোমিটার এবং যেতে আনুমানিক ৪৫ মিনিট সময় লাগে। এই কলেজে ১৪টি আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে যার সবকটিতে বাংলাদেশি শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারে। প্রদত্ত তালিকা থেকে পছন্দের কোর্সটি বেছে নিয়ে আবেদন করা যাবে। 

যে সকল কোর্সে আবেদন করা যায় 

বি ই কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
বি ই (সিএসই) - সাইবার সিকিউরিটি
বি ই (সিএসই) - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং
বি ই ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)
বি ই (ইসিই) অ্যাডভান্সড কমিউনিকেশন টেকনোলজি
বি ই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং - ভিএলএসআই ডিজাইন এন্ড টেকনোলজি
বি ই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং
বি ই ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
বি ই মেকাট্রনিক্স 
বি ই মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
বি ই সিভিল ইঞ্জিনিয়ারিং
বি টেক ইনফরমেশন টেকনোলজি 
বি টেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডাটা সাইন্স 
বি টেক কম্পিউটার সাইন্স এন্ড বিসনেস সিস্টেমস

স্কলারশিপ
যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫.০০ রয়েছে তারা  উল্লেখিত যে কোনো কোর্সে মাত্র ৯ লাখ রুপি খরচে পড়ালেখা করতে পারবে। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাদের জিপিএ ৪.৫০ বা এর চেয়ে বেশি রয়েছে তারা  উল্লেখিত যে কোনো কোর্সে মাত্র ১০ লাখ রুপি খরচে পড়ালেখা করতে পারবে। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাদের জিপিএ ৪.৫০ বা এর চেয়ে বেশি রয়েছে তারা  উল্লেখিত যে কোনো কোর্সে মাত্র ১০ লাখ ৯৫ হাজার রুপি খরচে পড়ালেখা করতে পারবে। 

এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাদের জিপিএ ৫.০০ নারী শিক্ষার্থীরা উল্লেখিত যে কোনো কোর্সে মাত্র ৮ লাখ রুপি খরচে পড়ালেখা করতে পারবে।

ভর্তির জন্য আবেদন
চেন্নাই ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তির জন্য আবেদন করতে বাংলাদেশি শিক্ষার্থীগন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, পাসপোর্ট এবং একটি রঙিন ছবি নিয়ে ঢাকার জিইই বাংলাদের অফিসে সরারসি চলে আসুন। অথবা ইমেইল করেও ডকুমেন্টস পাঠানো যাবে। 

অফিসের ঠিকানা
জিইই বাংলাদেশ 
২৩৮/১ আউটার সার্কুলার রোড,
মারুফ মার্কেট, ৪র্থ তলা,
মৌচাক মার্কেটের মোড়,
মালিবাগ ঢাকা ১২১৭, বাংলাদেশ। 

মোবাইল
01712571098
01721733716
01326239779

ইমেইল: geebangladesh@gmail.com