জেআইএস ইউনিভার্সিটি কলকাতায় স্কলারশিপে ভর্তির আবেদন চলছে

জেআইএস ইউনিভার্সিটি কলকাতায় স্কলারশিপে ভর্তির আবেদন চলছে

জেআইএস ইউনিভার্সিটি কলকাতায় সর্বোচ্চ ৫০% স্কলারশিপে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন চলছে। ৪ বছরের স্নাতক ইঞ্জিনিয়ারিং কোর্সে সর্বোচ্চ ৫০% স্কলারশিপ এবং ৫ বছরের বিবিএ-এলএলবি কোর্সে সর্বোচ্চ ৫০% স্কলারশিপের মাধ্যমে পড়ালেখা করার সুযোগ রয়েছে। এছাড়া, অন্যান্য কোর্সে সর্বোচ্চ ৪০% স্কলারশিপ নিয়ে পড়ালেখা করার সুযোগ রয়েছে। কাঙ্খিত স্কলারশিপ পেলে, কলকাতায় পড়ালেখার খরচ অন্য যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক কম হবে। 

জেআইএস ইউনিভার্সিটি কলকাতার আগরপাড়ায় অবস্থিত অন্যতম সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। দমদম রেল স্টেশন থেকে বেলঘরিয়া হয়ে আগরপাড়া যেতে আনুমানিক ২০ মিনিট সময় লাগে। এছাড়া,সড়কপথে আগরপাড়া যেতে আনুমানিক ৫০ মিনিট সময় লাগে।  

স্কলারশিপ সহ কলকাতায় সবচেয়ে কম খরচে পড়ালেখার সুযোগ দিচ্ছে জেআইএস ইউনিভার্সিটি। সঠিকভাবে আবেদন করে জেআইএস ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার জন্য বাংলাদেশের শিক্ষার্থীগন জিইই বাংলাদেশ অফিসে যোগাযোগ করুন। ভর্তি এবং স্কলারশিপের জন্য বিশ্ববিদ্যালয়ের কোর্স ফি ছাড়া অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ প্রদান করতে হবে না। এছাড়া জিইই বাংলাদেশ অফিস থেকে ফ্রিতে ভিসার জন্য আবেদন করা যাবে। আবেদনকারীকে অবশ্যই কল করে এপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। এপয়েন্টমেন্ট পেতে নিম্নলিখিত নম্বরের যে কোনো একটিতে কল বা হোয়াটসঅ্যাপ করুন।

অমিত কুমার : 01721733716
ফারজানা ববি ঊষা : 01326239779
অঞ্জনা চক্রবর্তী  : 01712571098  

জেআইএস ইউনিভার্সিটিতে ২০২৫-২৬ সেশনে পড়ালেখার খরচের বিবরণ দেখে নেয়া যাক - 

ক্রমিক নং  কোর্সের নাম কোর্সের মেয়াদ স্কলারশিপ ছাড়া মোট খরচ  স্কলারশিপ পেলে মোট খরচ 
বি টেক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৪ বছর ১০,৩২,০০০ রুপি ৫,১৬,০০০ রুপি
বি টেক আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এন্ড মেশিন লার্নিং ৪ বছর ১০,৩২,০০০ রুপি ৫,১৬,০০০ রুপি
বি টেক ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৪ বছর ১০,৩২,০০০ রুপি ৫,১৬,০০০ রুপি
ব্যাচেলর অফ কম্পিউটার এপ্লিকেশন - বিসিএ ৪ বছর ৫,৫০,০০০ রুপি  ৩,৩০,০০০ রুপি
বিএসসি ইন ডাটা সাইন্স  ৪ বছর ৫,৫০,০০০ রুপি  ৩,৩০,০০০ রুপি
বিবিএ (অনার্স) ৪ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি
বিএসসি (অনার্স) বায়োটেকনোলজি ৪ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি
বিএসসি (অনার্স) মাইক্রোবায়োলজি ৪ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি
ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি - বিএমএলটি ৪ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি
১০ বিএসসি ইন এগ্রিকালচারাল সাইন্স  ৪ বছর ৭,২৩,৬০০ রুপি  ৪,৩৪,১৬০ রুপি
১১ বিবিএ-এলএলবি (অনার্স) ৫ বছর ৯,৮৭,০০০ রুপি ৪,৯৩,৫০০ রুপি
১২ ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট  ৪ বছর ৭,০০,০০০ রুপি ৪,২০,০০০ রুপি
১৩ বিএসসি ইন হসপিটালিটি এন্ড হোটেল এডমিনিস্ট্রেশন ৪ বছর ৭,০০,০০০ রুপি ৪,২০,০০০ রুপি
১৪১৪ বিএ ইন ইন্টারন্যাশনাল কালিনারি আর্টস  ৪ বছর ৭,০০,০০০ রুপি ৪,২০,০০০ রুপি
১৫ বিএ ইন ইন্টারন্যাশনাল হসপিটালিটি এবং টুরিজম ম্যানেজমেন্ট ৪ বছর ৭,০০,০০০ রুপি ৪,২০,০০০ রুপি
১৬ এমবিএ  ২ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি
১৭ এমবিএ ইন ডিজিটাল মার্কেটিং  ২ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি
১৮ এমবিএ ইন হসপিটালিটি এন্ড হোটেল এডমিনিস্ট্রেশন ২ বছর ৬,২৫,০০০ রুপি ৩,৭৫,০০০ রুপি
১৯ এমএসসি বায়োটেকনোলজি ২ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি
২০ এমএসসি মাইক্রোবায়োলজি  ২ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি
২১ এমএসসি এনভারমেন্টাল সাইন্স এন্ড সাসটেনেইবল ডেভেলপমেন্ট ২ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি
২২ এমএসসি রিমোর্ট সেন্সিং এন্ড জিআইএস ২ বছর ৫,৫০,০০০ রুপি ৩,৩০,০০০ রুপি

       আলাদা কোনো ভর্তি ফি, পরীক্ষা ফি নেই। 

হোস্টেল সুবিধা
বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকা খাওয়া বাবদ প্রতি বছর আনুমানিক ৮০ হাজার রুপি খরচ হতে পারে। হোস্টেলে থাকা বাধ্যতামূলক নয়। 

ভর্তির জন্য যোগাযোগ 
উল্লেখিত তথ্য ভালোভাবে পড়ে এবং বুঝে আপনি যদি মনে করেন এই স্কলালশিপ সুবিধায় ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন, তাহলে জিইই বাংলাদেশ অফিসে সরাসরি যোগাযোগ করুন। 

যোগাযোগের ঠিকানা 
জিইই বাংলাদেশ 
২৩৮/১ আউটার সার্কুলার রোড
মারুফ মার্কেট, ৪র্থ তলা, মালিবাগ,
ঢাকা ১২১৭, বাংলাদেশ। 

ইমেইল:  geebangladesh@gmail.com