কম খরচে আসামের রয়েল গ্লোবাল ইউনিভার্সিটিতে পড়ালেখা
খুব কম খরচে বাংলাদেশের সিলেট সীমান্তবর্তী আসামের গুয়াহাটিতে অবস্থিত রয়েল গ্লোবাল ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষার্থীদের পড়ালেখা করার সুযোগ রয়েছে। রয়েল গ্লোবাল ইউনিভার্সিটি ভারত সরকার স্বীকৃত একটি নতুন প্রজন্মের ইউনিভার্সিটি যেখানে ১৫০ টির অধিক কোর্সে স্কলারশিপ সহ শিক্ষার্থীরা পড়ালেখার করতে পারে।
ইউনিভার্সিটির নিজস্ব হোস্টেলে থাকা এবং খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। ৩০ একরের বেশি জায়গা জুড়ে সবুজ, মনোরম পরিবেশের ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন উপভোগ করতে পারে। এই ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুন স্কলারশিপ সুবিধা রয়েছে ।
স্কলারশিপ পেলে ৪ বছরের কোর্সে পড়ালেখা করতে হোস্টেলে থাকা এবং খাওয়ার খরচ সহ সবকিছু নিয়ে আনুমানিক খরচ হতে পারে ৬ লাখ রুপি। এবং ২ বছরের কোর্সে আনুমানিক খরচ হতে পারে ৪ লাখ রুপি। অবশ্য, হোস্টেল কেটাগরি অনুসারে খরচ বাড়তে পারে। স্কলারশিপ না পেলে খরচ ২ থেকে ৩ গুন বেশি হতে পারে।
সিলেটের তামাবিল সীমান্ত থেকে সড়ক পথে শিলং হয়ে রয়েল গ্লোবাল ইউনিভার্সিটিতে যেতে আনুমানিক ৫ ঘন্টা সময় লাগতে পারে এবং গুয়াহাটি বিমানবন্দর থেকে ৩৮ মিনিট সময় লাগতে পারে।
স্কুল অনুসারে এই ইউনিভার্সিটিতে যে সকল কোর্স রয়েছে তা দেখানো হয়েছে। শিক্ষার্থীরা তাদের পছন্দের কোর্সটি বেছে নিয়ে আবেদন করতে পারে।
স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি
- বিটেক কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
- বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং
- বিটেক মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
- বিটেক মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
- বিটেক ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
- বিটেক ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- এমটেক (সিএসই) ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- এমটেক (সিএসই) ইন ইন্টারনেট অফ থিংস
- এমটেক (সিভিল) ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট
- এমটেক (সিভিল) স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
- এমটেক (সিভিল) কম্পিউটার-এইডেড ডিজাইন
স্কুল অফ আরকিটেকচার
- ব্যাচেলর অফ আর্কিটেকচার - বিআর্ক
(এই কোর্সে ভর্তি হতে হলে অবশ্যই NATA পরীক্ষায় পাস করে আবেদন করতে হবে)
স্কুল অফ বিসনেস
- বিবিএ
- এমবিএ
স্কুল অফ বায়ো-সাইন্সেস
- বিএসসি - ফুড টেকনোলজি
- বিএসসি - মাইক্রোবায়োলজি
- বিএসসি - বায়োটেকনোলজি
- এমএসসি - ফুড টেকনোলজি
- এমএসসি - মাইক্রোবায়োলজি
- এমএসসি - বায়োটেকনোলজি
স্কুল অফ লাইফ সাইন্সেস
- বিএসসি - বোটানি
- বিএসসি - জুলোজি
- বিএসসি - ফরেনসিক সাইন্স
- বিএসসি - ফরেষ্ট্রী
- এমএসসি - বোটানি
- এমএসসি - জুলোজি
- এমএসসি - ফরেনসিক সাইন্স
- এমএসসি - ফরেষ্ট্রী
স্কুল অফ ল
- বিএ - এলএলবি
- বিবিএ - এলএলবি
- এলএলএম
স্কুল অফ মেডিকেল এন্ড এলিয়েড সাইন্সেস
- ব্যাচেলর অফ ফিজিওথেরাপি - বিপিটি
- বিএসসি ইন নিউট্রিশন এন্ড ডায়াটেটিক্স
- ব্যাচেলর অফ অপ্টোমেট্রি
- বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি
- বিএসসি ডায়ালাইসিস টেকনোলজি
- বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি
- বিএসসি রেডিওগ্রাফি এন্ড অ্যাডভান্সড ইমেজিং টেকনোলজি
- বিএসসি ইমার্জেন্সি এন্ড ক্রিটিক্যাল কেয়ার
- বিএসসি সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট
- মাস্টার্স অফ ফিজিওথেরাপি - এমপিটি
- এমএসসি ইন নিউট্রিশন এন্ড ডায়াটেটিক্স
- মাস্টার্স অফ অপ্টোমেট্রি
- এমএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি
স্কুল অফ অ্যাপ্লায়েড এন্ড পিওর সাইন্সেস
- বিএসসি - ফিজিক্স
- বিএসসি - কেমিস্ট্রি
- বিএসসি - ম্যাথমেটিক্স
- এমএসসি - ফিজিক্স
- এমএসসি - কেমিস্ট্রি
- এমএসসি - ম্যাথমেটিক্স
স্কুল অফ বেহেভিওরাল এন্ড এলিয়েড সাইন্সেস
- বিএ - সাইকোলজি
- বিএ - অ্যাপ্লায়েড সাইকোলজি
- এমএ - ক্লিনিক্যাল সাইকোলজি
- এমএ - সাইকোলজি
স্কুল অফ কমার্স
- বিকম - জেনারেল
- বিকম - ফিনান্স উইথ এসিসিএ
- বিকম - ফিনান্স উইথ সিএমএ
- বিকম - ফিনান্স উইথ আইসিএ
- এমকম - জেনারেল
স্কুল অফ কমিউনিকেশনস এন্ড মিডিয়া
- বিএ - জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনস
- বিএসসি - অ্যানিমেশন এন্ড ভিজ্যুয়াল এফেক্টস
- এমএ - জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনস
- এমএসসি - অ্যানিমেশন এন্ড ভিজ্যুয়াল এফেক্টস
স্কুল অফ ডিজাইন
- ব্যাচেলর অফ ইন্টেরিয়র ডিজাইন
- ব্যাচেলর অফ ফ্যাশন ডিজাইন
- ব্যাচেলর অফ কমিউনিকেশন ডিসাইন
- ব্যাচেলর অফ গ্রাফিক ডিসাইন
- ব্যাচেলর অফ প্রোডাক্ট ডিসাইন
স্কুল অফ এনভার্নমেন্টাল এন্ড আর্থ সাইন্সেস
- বিএ - জিওগ্রাফি
- বিএসসি - জিওগ্রাফি
- বিএসসি - জিওলজি
- এমএ - জিওগ্রাফি
- এমএসসি - জিওগ্রাফি
- এমএসসি - জিওলজি
- এমএসসি - জিওইনফরমেটিক্স
স্কুল অফ হিউমেনিটিজ এন্ড সোশ্যাল সাইন্সেস
- বিএ - হিস্টোরি
- বিএ - পলিটিকাল সাইন্স
- বিএ - পাবলিক এডমিনিস্ট্রেশন
- বিএ - ইকোনোমিক্স
- বিএ - সোসিওলজি
- ব্যাচেলর অফ সোস্যাল ওয়ার্ক
- এমএ - হিস্টোরি
- এমএ - পলিটিকাল সাইন্স
- এমএ - পাবলিক এডমিনিস্ট্রেশন
- এমএ - ইকোনোমিক্স
- এমএ - সোসিওলজি
- মাস্টার্স অফ সোস্যাল ওয়ার্ক
স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট
- বিএ - হোটেল ম্যানেজমেন্ট
- বিএসসি - হোটেল ম্যানেজমেন্ট
- বিএ - কালিনারি আর্টস
- ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট
- এমএসসি - হোটেল ম্যানেজমেন্ট
স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি
- বিসিএ - ব্যাচেলর অফ কম্পিউটার এপ্লিকেশনস
- এমসিএ - মাস্টার্স অফ কম্পিউটার এপ্লিকেশনস
- বিএসসি - আইটি
- এমএসসি - আইটি
স্কুল অফ লাঙ্গুয়েজেস
- বিএ - ইংলিশ
- এমএ - ইংলিশ
স্কুল অফ ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট
- বিএ - ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট
- বিএসসি - ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট
- ব্যাচেলর অফ ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট
- মাস্টার্স অফ ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট
স্কুল অফ ফাইন আর্টস
- ব্যাচেলর অফ ফাইন আর্টস
- মাস্টার্স অফ ফাইন আর্টস
কখন আবেদন করতে হয়
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন এখনো গ্রহণ করা হচ্ছে। এই শিক্ষাবর্ষে সম্ভাব্য আবেদন করার শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৪। বিস্তারিত জানতে ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করুন - https://www.rgu.ac/
কিভাবে আবেদন করতে হয়
ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করা যেতে পারে। তবে, রয়েল গ্লোবাল ইউনিভার্সিটির বাংলাদেশে অনুমোদিত প্রতিনিধি অফিস রয়েছে। বাংলাদেশের প্রতিনিধি অফিস থেকে আবেদন করলে নিশ্চিত স্কলারশিপ পাওয়া যাবে। তাই, স্কলারশিপ সুবিধা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ প্রতিনিধি অফিসে যোগাযোগ করে আবেদন করতে পারে।
আবেদন করতে যে সব ডকুমেন্টস লাগে
স্নাতক বা আন্ডারগ্রাজুয়েশনে ভর্তির জন্য এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মার্কশিট, এইচএসসি (উচ্চ মাধ্যমিক) বা সমমানের পরীক্ষার মার্কশিট, পাসপোর্ট, জন্ম সনদ বা জাতিয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগে। আবেদন করে সিট বুক করার সময় পাসপোর্ট না থাকলে জাতিয় পরিচয়পত্র বা জন্ম সনদ দিয়েও আবেদন করে সিট বুক করা যায়। যারা এইচএসসি (উচ্চ মাধ্যমিক) বা সমমানের পরীক্ষায় অংশগ্রহন করেছে তারাও আবেদন করতে পারবে।
মাস্টার্স বা পোষ্ট-গ্রাজুয়েশনে ভর্তির জন্য এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মার্কশিট, এইচএসসি (উচ্চ মাধ্যমিক) বা সমমানের পরীক্ষার মার্কশিট, ব্যাচেলর ডিগ্রীর মার্কশিট ও সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম সনদ বা জাতিয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগে।
ভর্তির জন্য বাংলাদেশে যোগাযোগের ঠিকানা
জিইই বাংলাদেশ
২৩৮/১ আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, মালিবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
+88 01721733716 (অমিত কুমার)
+88 01326239779 (ফারজানা ববি ঊষা)
+88 01719497530 (আব্দুল বাসিত)
ভিসার জন্য আবেদন
ভর্তি নিশ্চিত হওয়ার পরে শিক্ষার্থীরা ভিসা আবেদন করার জন্য একটি কনফার্ম এডমিশন লেটার পাবে। এই লেটার হাতে পাওয়ার পরে ভিসার জন্য আবেদন করতে হবে। নানাবিধ কারণে এখন বাংলাদেশ থেকে ভারতের স্টাডি ভিসা পেতে অনেক সময় লাগে। তাই অন্তত দুই মাস হাতে রেখে ভিসার জন্য আবেদন করা উত্তম।
রয়েল গ্লোবাল ইউনিভার্সিটিতে স্টাডি ভিসার জন্য আবেদন করতে নিম্নলিখিত ডকুমেন্টসগুলো দরকার হবে -
- সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ২-ইঞ্চি X ২-ইঞ্চি রঙিন ছবি (চশমা ছাড়া এবং কান যেন দেখা যায়)
- ফাইনাল এডমিশন লেটার
- পাসপোর্টের ফটো কপি + মুল পাসপোর্ট এবং আজ পর্যন্ত যত পাসপোর্ট আছে সবগুলোর মুল কপি
- জন্ম সনদ / জাতীয় পরিচয়পত্র (অফসেট এবং A4 ফটোকপি)
- বর্তমান ঠিকানার প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল বা যেকোনো ইউটিলিটি বিল (অফসেট এবং A4 ফটোকপি)
- ফাইনান্সারের ব্যাংক সার্টিফিকেট (অরজিনাল)
- ফাইনান্সারের ব্যাংক স্টেটমেন্ট (অরজিনাল)
- সব একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট (অফসেট এবং A4 ফটোকপি)
- ভিসা ফি
- আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পিতামাতার কাছ থেকে একটি অনাপত্তি পত্র / নো অবজেকশান লেটার।
উল্লেখ্য, ভর্তি হওয়ার পরে এবং ক্লাস শুরু হওয়ার কমপক্ষে দুই দিন আগে ইউনিভার্সিটিতে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। এটা শিক্ষার্থীরা নীজ দায়িত্বে করতে হবে। জেনে রাখা ভালো, স্টাডি ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার ১৪ দিনের মধ্যে অবশ্যই এফআরআরও রেজিস্ট্রেশন করতে হবে। এই ব্যাপারে ইউনিভার্সিটি থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।
ডিসক্লেইমার
এই রিপোর্ট প্রকাশের তারিখ পর্যন্ত বর্ণিত তথ্য সঠিক। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো তথ্য পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধনের অধিকার রাখে। ইউনিভার্সিটি কর্তৃক যে কোনো তথ্য পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধন শিক্ষার্থীদের মেনে চলতে হবে। এজন্য প্রতিনিধীকে কোনোভাবেই দোষারোপ করা যাবেনা।
প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ইং
প্রকাশের সময়: ৮: ৩৭ পিএম