শিক্ষার্থীর মঙ্গল কামনায় GEE Bangladesh এর কোনো বিকল্প নেই

16 Jan 2019

শিক্ষার্থীর মঙ্গল কামনায় GEE Bangladesh এর কোনো বিকল্প নেই

আমি তামান্না মাহজাবিন, GEE Bangladesh এর সার্বিক সহযোগীতায় বাংলাদেশ থেকে ভারতের SRM University-Amaravati ক্যাম্পাসে ৪ বছর মেয়াদি বি টেক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করছি। 

আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে GEE Bangladesh অফিসে ICT প্রশিক্ষণ গ্রহন করেছি এবং তখন থেকেই জিইই বাংলাদেশের সাথে আমার পরিচয়। 

সফলতার সাথে ICT প্রশিক্ষণ শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল অর্জন করি । জিইই বাংলাদেশ অফিসে এস আর এম বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে অংশগ্রহন করি এবং বিশ্ববিদ্যালয়ের অফিসার আমার সাক্ষাৎকারে সন্তুষ্ট হয়ে আমাকে বৃত্তি প্রদান করে এবং আমি আমরা স্বপ্নের শিক্ষার পথে এগিয়ে চলি। 

SRM University-Amaravati একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান । এখানকার শিক্ষার মান এবং শিক্ষকগন অসাধারন । আশা করছি অচিরেই আমি মার্কিন যুক্তরাষ্ট্রে এক বা একাধিক সেমিস্টার অধ্যয়নের সুযোগ পাব। 

আমার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে একটি অনন্য সুযোগ প্রদান করার জন্য আমি জিইই বাংলাদেশের নিকট কৃতজ্ঞ।আমি বাংলাদেশের শিক্ষার্থীদের অনুরোধ জানাই, আপনারা যদি ভারতে অধ্যয়ন করতে চান তবে একবার অন্তত জিইই বাংলাদেশ অফিস পরিদর্শন করে জনাব বিপ্লব চন্দ্র চক্রবর্তী স্যার অথবা অঞ্জনা চক্রবর্তী মেডামের নিকট থেকে ক্যারিয়ার গাইডেন্স নিন। 

আমি যতটুকু দেখেছি, জিইই বাংলাদেশ শিক্ষাকে কোনোভাবে বানিজ্যিক পন্থায় উপস্থাপন করে না।শিক্ষার্থীর সুন্দর এবং নিশ্চিত ভবিষ্যতের গাইড হিসাবে বাংলাদেশে জিইই বাংলাদেশের বিকল্প কোনো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিনা আমার সন্দেহ আছে। 

আমি GEE Bangladesh এর উত্তরোত্তর সমৃদ্ধি এবং শুভ কামনা করছি। 

ধন্যবাদ 
তামান্না মাহজাবিন

Send your Opinion