Narula Institute of Technology স্পট এডমিশন ১৯ জানুয়ারী

16 Jan 2019

Narula Institute of Technology স্পট এডমিশন ১৯ জানুয়ারী

ঐতিহাসিক কোলকাতা শহরের আগরপাড়াতে অবস্থিত Narula Institute of Technology (NIT) একটি NAAC এবং NBA স্বীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজ। ভারতের মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের রাঙ্কিং (NIRF) অনুযায়ী প্রতিষ্ঠানটি ১০১-১৫০ মর্যাদাক্রমে স্থান প্রাপ্ত। এছাড়া, পূর্ব ভারতের রাজ্য সমূহের মধ্যে প্রথম প্রাইভেট ইনস্টিটিউশন 
হিসাবে QS World University Rating 2018 অর্জন করা একমাত্র প্রতিষ্ঠান।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিবিএ এবং বিসিএ প্রভৃতি বিষয়ে NIT অনবদ্য শিক্ষা প্রদান করে আসছে। 

কোলকাতায় ইঞ্জিনিয়ারিং বিষয়সমূহে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রথম পছন্দ হলো NIT. বাংলাদেশের শিক্ষার্থীগনকে ভর্তি সুবিধা প্রদান করতে আগামী ১৯ জানুয়ারী ২০১৯ কলেজের মহাব্যবস্থাপক জনাব বিদ্যুৎ মজুমদার এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক জনাব জয়দীপ ব্যানার্জী ঢাকায় একটি সেমিনারে অংশগ্রহন করবেন। 

সেমিনারটি সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হবে।সেমিনারে অংশগ্রহনের জন্য কোন ধরনের রেজিস্ট্রেশন চার্জ প্রদান করতে হবে না।সঠিক এবং নির্ভুল তথ্য সহায়তা পেতে কলেজের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশের শিক্ষার্থী এবং অভিভাবকগনকে সেমিনারে অংশগ্রহনের আমন্ত্রন জানিয়েছেন। 

সেমিনারের ঠিকানা - জিইই বাংলাদেশ, ২৩৮/১, আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, ঢাকা-১২১৭, বাংলাদেশ। সহায়তাঃ 01933324244, 01726103537, 01712571098

Narula Institute of Technology সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন -  http://geebangladesh.com/jisgroupofcolleges

Send your Opinion