Guru Nanak Institute of Technology ভর্তি সেমিনার ১৯ জানুয়ারী

16 Jan 2019

Guru Nanak Institute of Technology ভর্তি সেমিনার ১৯ জানুয়ারী

ভারতের কোলকাতা শহরের নিলগঞ্জ-পানিহাটিতে অবস্থিত Guru Nanak Institute of Technology (GNIT) একটি অটোনোমাস, AICTE, NAAC এবং NBA স্বীকৃত বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ। 

কলেজটি মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় শিক্ষার্থীগন সরকারী বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে যা বিশ্বের যে কোন দেশে সমাদৃত।  

বাংলাদেশসহ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীগন কলেজটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স & ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, বিসিএ কোর্সসমূহে অধ্যয়ন করছে।  

বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তি বিষয়ক সঠিক তথ্য প্রদান করার নিমিত্তে আগামী ১৯ জানুয়ারী ২০১৯ তারিখ জিইই বাংলাদেশ কার্যালয়ে Guru Nanak Institute of Technology একটি সেমিনার আয়োজন করেছে।উক্ত সেমিনারে কলেজের মহাব্যবস্থাপক জনাব বিদ্যুৎ মজুমদার এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক জনাব জয়দীপ ব্যানার্জি উপস্থিত থেকে শিক্ষার্থীদের অধ্যয়ন এবং ভর্তি বিষয়ক সঠিক দিক নিদেশনা এবং ক্যারিয়ার নির্দেশিকা প্রদান করবেন।   

কোলকাতায় সরকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীগন মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষার নাম্বার পত্র, সনদ, পাসপোর্ট এবং একটি রঙ্গিন ছবি সহ সেমিনারে যোগদান করুন। সরাসরি কথা বলুন কলেজ কর্তৃপক্ষের সাথে এবং জেনে নিন বিস্তাতির তথ্য। শিক্ষার্থীগন ইচ্ছা করলে কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে তাৎক্ষনিক ভর্তি হতে পারবেন।  

উল্লেখ্য, সেমিনারটি সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হবে। অংশগ্রহনের জন্য কোন ধরনের রেজিস্ট্রেশন চার্জ প্রদান করতে হবে না।

সেমিনারে যোগদানের ঠিকানা- জিইই বাংলাদেশ, ২৩৮/১, আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, ঢাকা-১২১৭, বাংলাদেশ। সহায়তাঃ 01933324244, 01726103537, 01712571098

Guru Nanak Institute of Technology সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অথবা অনলাইনে আবেদন করতে ভিজিট করুন -  http://geebangladesh.com/jisgroupofcolleges

Send your Opinion