রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অদিতী নন্দী

16 Jan 2019

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অদিতী নন্দী

আমি অদিতী নন্দী, ঢাকা থেকে জিইই বাংলাদেশ এর আন্তরিক সহযোগিতায় কোলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বি এ ডান্স বিষয়ে অধ্যয়ন করতে এসেছি। 

জিইই বাংলাদেশের সার্বিক তত্বাবধানে আমি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আই সি সি আর স্কলারশিপ পেয়ে আমার স্বপ্ন পূরণের অঙ্গিকারের পথে এগিয়ে চলছি। আই সি সি আর স্কলারশিপে আবেদন করার জন্য আমার এক শুভাকাঙ্খী আমাকে জিইই বাংলাদেশে যোগাযোগ করতে বলে । তার কথামত আমি জিইই বাংলাদেশে যোগাযোগ করি এবং ইপিটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হই। অবশেষে আমি স্কলারশিপ পাই। 

জিইই বাংলাদেশের কর্ণধার জনাব বিপ্লব চন্দ্র চক্রবর্তী আমার জীবনটাকে সুন্দর ভাবে সাজিয়ে দেওয়ার একজন অগ্রপথিক। আমি তার প্রতি কৃতজ্ঞ। 

বাংলাদেশ থেকে যারা ভারতে উচ্চ শিক্ষা গ্রহন করতে ইচ্ছুক, তাদের সবার প্রতি আমার অনুরোধ, কারো কথায় প্ররোচিত না হয়ে সঠিক দিকনির্দেশনার জন্য অন্তত একবার জিইই বাংলাদেশ অফিস ভিজিট করুন এবং জনাব বিপ্লব চন্দ্র চক্রবর্তী স্যারের সাথে কথা বলুন এবং প্রকৃত সত্য জানুন। 

সকলের আশির্বাদ কামনায়- 

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে
অদিতী নন্দী

Send your Opinion